হাতিশুড় গাছের শিকড় খাওয়ার নিয়ম
আমাদের চার পাশে কত যে ঔষুধি গাছ আছে, বলে শেষ করা যাবে না। তার মধ্যে একটি ঔষুধি গাছ হচ্ছে হাতিশুড় গাছ। এই গাছ বনে জঙ্গলে রাস্তার ধারে পরিত্যাক্ত জায়গায় বেশি জন্মায়। কিন্তু আমরা এই গাছের ঔষুধি গুন জানিনা বলে বা এই গাছ চিনিনা বলে এই গাছ কে কাজে লাগাতে পারিনা। আপনারা কি জানেন এই গাছের নাম হাতিশুড় হলো কি করে, চলুন তাহলে বলি এই গাছের ফুল দেখতে হাতিশুড়ের মত তাই এই গাছের নাম দেয়া হয়েছে হাতিশুড়। বিভিন্ন নামে এই গাছটি পরিচিত যেমন হাতিশুড়, স্ত্রী হস্তিনী, হস্তি সনডি ইত্যাদি এবং ইংরেজিতে বলা হয় ইন্ডিয়ান হেলি
পোস্ট সূচিপত্র দেখুন
- হাতিশুড় গাছের শিকড় খাওয়ার নিয়ম
- হাতিশুড় গাছের উপকারিতা
- বিষাক্ত কোন পোকা মাকড় কামড়ালে
- কোথাও আপনার আঘাত লেগেছে বা ফুলে গেছে
- ঠান্ডা লেগে হাত পা ফুলে গেছে
- দেহে ছত্রাক জনিত আক্রমনে
- কোন কারণে চোখ টক টকে লাল হলে
- সর্দি লেগেছে
- একজিমা থেকে মুক্তি পেতে
- টাইফেট জ্বর হলে
- দাত ব্যথা বা মাড়ি ফুলা
- মুখের ব্রন বা কলোদাগ
হাতিশুড় গাছের শিকড় খাওয়ার নিয়ম
হাতিশুড় গাছের শিকড় খাওয়ার নিয়ম না জানলে ঘটতে পারে বিপদ হতে পারে পেটের সমস্যা। হাতিশুড় গাছ হচ্ছে একটি ঔষুধি গাছ। এই গাছের মাধ্যমে অনেক রোগ ভালো হয়। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে হাতিশুড় গাছের শিকড় খেলে কি হয়, তাই
না। আমরা জারা যৌন শক্তি হারিয়ে ফেলেছি বা যৌন শক্তি নষ্ট হয়ে গেছে তারা যদি হাতিশুড় গাছের শিকড় নিয়মিত এক মাস খান তাহলে হারিয়ে যাওয়া যৌন শক্তি আবার ফিরে পাবেন। চলুন তাহলে হাতিশুড় গাছের শিকড় খাওয়ার নিয়ম জেনে নিই। প্রথমে হাতিশুড় গাছটি শিকড় সহ তুলে ফেলতে হবে তারপর গাছটির শিকড় ভালো ভাবে ধুয়ে নিতে হবে এরপর হাতিশুড় গাছের শিকড় যদি মোটা হয় তাহলে এক ইঞ্চি আর চিকন হলে ছয় ইঞ্চি অর্থাৎ এক ইঞ্চি করে ছয়টা কেটে নিতে হবে। তারপর কাচা একটা পান পাতার মধ্যে মোটা হলে এক ইঞ্চি একটা আর চিকন হলে এক ইঞ্চি করে ছয়টা রাখতে হবে। এরপর এক চামুচ খাটি মধু দিয়ে পানপাতা টাকে মুড়িয়ে খেয়ে নিতে হবে। এই ভাবে প্রতিদিন সকালে খালি পেটে বা নাস্তা করার পর ৩০ থেকে ৪০ দিন খেলে আপনি হারানো যৌন শক্তি ফিরে পাবেন ইনশাআল্লাহ। .
হাতিশুড় গাছের উপকারিতা
হাতিশুড় গাছের শিকড় ছাড়াও এই গাছের উপকারিতা অনেক। এই গাছের ফুল দেখতে সাদা হয় আবার কোন কোন ক্ষেত্রে হালকা বেগুনি রংগের হয়ে থাকে। এই গাছের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। আপনি যদি গুগলে হাতিশুড় গাছের উপকারিতা লিখে সার্চ দ্যান তাহলে অনেক কিছু জানতে পারবেন ফলে ডাক্তারের ভিজিট ও ঔষুধ কিনা থেকে বাচতে পারবেন।
বিষাক্ত কোন পোকা মাকড় কামড়ালে
বিষাক্ত কোন পোকার কামড়ে শরীরের কোন স্থান যদি ফুলে যায় এবং ঐস্থানে যদি জ্বালা পোড়া করে তাহলে হাতিশুড় গাছের শিকড় এর পরিবর্তে এই গাছের পাতা বেটে রস লাগাবেন তাহলে দেখবেন ফুলা ও জ্বালা পুড়া ভালো হয়ে গেছে।
কোথাও আপনার আঘাত লেগেছে বা ফুলে গেছে
কোথাও আপনার আঘাত লেগেছে আঘাত লাগার পরে সেই জায়গাটা ফুলে গেছে কি করবেন হাতিশুড় গাছের পাতা বেটে নিবেন সেই বাটা পাতা গরম করবেন তারপর আঘাত লাগা স্থানে লাগাবেন দেখবেন ফুলা কমে গেছে ব্যাথাও কমে গেছে। হাতিশুড় গাছের শিকড় ছাড়াও এর পাতা ব্যবহার করে আনেক রোগ ভালো হয়।
ঠান্ডা লেগে হাত পা ফুলে গেছে
ঠান্ডা লেগে হাত পায়ের গাট ফুলে গেছে বা ফুট হয়েছে উরু বা তলপেটের মাঝখানে কুসকিল ডান ও বাম দিকে যে কোন দিক ফুলে গেছে তাহলে কি করবেন। এই হাতিশুড় গাছের পাতা বেটে হালকা গরম করে ঐ স্থানে লাগাবেন। দেখবেন ফুলা ও ব্যাথা কমে গেছে। তাই হাতিশুড় গাছের শিকড় ছাড়াও এর পাতা দিয়ে অনেক রোগের ঔষুধ তৈরি করা হয়।
দেহে ছত্রাক জনিত আক্রমনে
দেহে ছত্রাক জনিত আক্রমনে লাল চাকা চাকা দাগ হয়ে যাচ্ছে তাহলে এই হাতিশুড় গাছের পাতা বেটে এর রস লাগাবেন। দেখবেন ভালো হয়ে গেছে। হাতিশুড় গাছের শিকড় ছাড়াও পুরো গাছ ঔষধ তৈরিতে কাজে লাগে। কিন্তু আমরা এই গাছের ব্যাবহার জানিনা ফলে অনেক ঔষুধ কিনে টাকা নষ্ট করছি।
কোন কারণে চোখ টক টকে লাল হলে
কোন কারণে চোখ টক টকে লাল হলে কড় কড় করছে মনে হচ্ছে বালি পড়েছে তাহলে হাতিশুড় গাছের পাতা বেটে এর রস আক্রান্ত চোখে এক থেকে দুই ফোটা দিন। দেখবেন আরাম পেয়েছেন। হাতিশুড় গাছের শিকড় ছাড়াও পুরো গাছটাই একটা ঔষুধ। এটা একটা অব্যর্থ ঔষুধ কোন ভাবে ব্যর্থ হবে না। কাজ হবেই।
সর্দি লেগেছে
সর্দি লেগেছে তাহলে হাতিশুড় গাছের পাতা বেটে দুই চামচ রস খান তাহলে সর্দি ভালো হয়ে যাবে। হাতিশুড় গাছের শিকড় খাওয়ার নিয়ম যদি আপনি না জানেন তাহলে পড়তে পারেন সমস্যায়। প্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন অতিরিক্ত কোনকিছু খাওয়া ঠিক নয়, খেলে ঘটতে পারে বিপদ। ঠিক তেমনি হাতিশুড় গাছের শিকড় বেশি খেলে হতে পারে পেটের সমস্যা। তাই আমরা নিয়ম মেনে খাব বেশি খাব না।
একজিমা থেকে মুক্তি পেতে
একজিমা থেকে মুক্তি পেতে হাতিশুড় গাছের পাতা বেটে আক্রান্ত স্থানে কিছুদিন লাগাবেন দেখবেন একজিমা ভালো হয়ে গেছে। যাদের যৌন শক্তি নষ্ট হয়ে গেছে তারা যেমন হাতিশুড় গাছের শিকড় খেতে পারেন তেমনি এই গাছের পাতার উপকারিতা অনেক।
টাইফেট জ্বর হলে
আপনার টাইফেট জ্বর হয়েছে কি করবেন কোন ঔষুধেই কাজ হচ্ছে না। হাতিশুড় গাছের পাতা দিতে পারে সমাধান। হাতিশুড় উদ্ভিদের পাতার রস হালকা গরম পানিতে মিশিয়ে কিছুদিন খাবেন। দেখবেন টাইফেট জ্বর ভালো হয়ে গেছে। আমরা অনেকেই হাতিশুড় গাছের শিকড় এর উপকারিতা জানলেও পাতার উপকারিতা সম্পর্কে জানিনা।
দাত ব্যথা বা মাড়ি ফুলা
দাত ব্যথা বা দাতের মাড়ি ফুলে গেলে সে ক্ষেত্রে হাতিশুড় গাছের শিকড় বা মূল যদি চিবিয়ে খান তাহলে দাত ও মাড়ির ব্যথা কমে যাবে। আপনি আরাম পেয়ে যাবেন।
মুখের ব্রন বা কলোদাগ
মুখের ব্রন বা কালো দাগ দূর করতে হাতিশুড় গাছের পাতা পেস্ট করে সারা মুখে লাগিয়ে এক ঘন্টা রেখে দিন এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। দেখবেন কিছুদিনের মধ্যে মুখের ব্রন বা কালো দাগ ভালো হতে শুরু করেছে। হাতিশুড় গাছের শিকড় ছাড়াও যে এর পাতা দিয়ে অনেক রোগ ভালো করা যায় তা ইতিমধ্যে জেনে ফেনেছেন।
শেষ কথা
এই পোস্ট পড়ে আপনারা জেনে ফেলেছেন হাতিশুড় গাছের উপকারিতা সম্পর্কে। এই পোস্ট পড়ে আপনারা যদি একটুও উপকৃত হন তাহলে নিজেকে সার্থক বলে মনে করব। এ ধরনের পোস্ট পেতে আমার ওয়েবসাইট টি ফলো করুন। সবাইকে ধন্যবাদ আমার পোস্টি পড়ার জন্য।
আম্বিয়া ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।;
comment url