অর্ডিনারি আইটি সম্পর্কে তথ্য
অর্ডিনারি আইটি কী?
অর্ডিনারি আইটি হচেছ একটি ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে ডিজিটাল মার্কেটিং কোচ করানো হয়। আপনারা চাইলে এই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে ডিজিটাল মার্কেটিং কোচ করতে পারেন। বর্তমানে দেশে চাকরির যে অবস্থা তাতে চাকরি পাওয়া কঠিন, তাই বেকার না থেকে আপনি ও অর্ডিনারি আইটিতে ভর্তি হয়ে ডিজিটাল মার্কেটিং কোচ করে বেকার জীবনের অবশান ঘটাতে পারেন। অর্ডিনারি আইটিতে রয়েছে দক্ষ টেইনার যারা আপনাকে খুব সুন্দর ভাবে কাজ শিখাতে পারে। তো আর দেরি কেন আজই ভর্তি হয়ে জান অর্ডিনারি আইটিতে।
অর্ডিনারি আইটির অবস্থান:
অর্ডিনারি আইটি রাজশাহী জেলায় অবস্থিত, রাজশাহীর রেলগেট থেকে হাফ কিলোমিটার দূরে অর্ডিনারি আইটির বিলডিং অবস্থিত। এই বিলডিং এ অন্য আরেকটা আইটি রয়েছে যার নাম হচ্ছে বরেন্দ্র আইটি তাছাও আরো কয়েকটা অফিস আছে।
অর্ডিনারি আইটিতে চাকরি:
অর্ডিনারি আইটিতে কাজ শিখার পর আপনি চাইলে লক্ষাধিক বেতনে চাকরি করতে পারেন। অর্ডিনারি আইটির প্রতিষ্ঠাতা অ্যাডমিন কাওসার ভাইয়া লক্ষাধিক বেতনে চাকরি দিয়ে থাকে। তো আর দেরি কেন আপনি যদি কাজ জেনে থাকেন আজই আবেদন করে ফেলুন অর্ডিনারি আইটিতে।
অর্ডিনারি আইটিতে আর্টিকেল লেখার চাকরি:
আপনি চাইলে ১৫,০০০ টাকা বেতনে ঘরে বসে চাকরি করতে পারেন ,অর্ডিনারি আইটি দিচ্ছে দারুন এক সুযোগ দিনে দুই টা করে আর্টিকেল লিখে জমা দিলে মাসে পেয়ে জাবেন পনেরো হাজার টাকা। আর এই টাকা নিতে পারবেন ঘরে বসে বিকাশের মাধ্যমে।
উপসংহার:
অর্ডিনারি আইটি হচ্ছে বাংলাদেশের মধ্যে সনামধন্য প্রতিষ্ঠান, যেখানে গ্যারান্টি সহকারে কাজ শিখানো হয়। তিন মাসের মধ্যে ইনকাম শুরু না হলে ভর্তি ফি ফ্যারদ দেয়া হয়। অর্ডিনারি আইটির অ্যাডমিন কাওসার ভাইয়ার রয়েছে অনেক দিনের অবিজ্ঞতা।
আম্বিয়া ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।;
comment url